আপনার ফার্মাসিস্ট থেকে সর্বোচ্চ সুবিধা প্রাপ্তির জন্য
Select language: English, (Arabic) العربية , বাংলা (Bengali), 简体中文 (Simplified Chinese), 繁體中文 (Traditional Chinese), Tiếng Việt (Vietnamese)
মূল তথ্যাদি
- ফার্মাসিস্টরা আপনার স্বাস্থ্যসেবা দলের অংশ এবং তারা ডাক্তার, হাসপাতাল এবং পেশাদার এলাইড হেলথ্ কর্মীসহ একযোগে কাজ করে।
- ফার্মাসিস্টরা হলেন বিশেষজ্ঞ পেশাদার যারা ওষুধ সরবরাহ করেন এবং আপনি সেগুলি নিরাপদে গ্রহণ করছেন তা নিশ্চিত করতে সহায়তা করেন।
- ফার্মাসিস্টরা আপনাকে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা সম্পর্কে পরামর্শ দিতে পারে, আপনার ডাক্তারের কাছে যেতে হবে কিনা এবং আপনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা নিয়ন্ত্রনে তারা আপনাকে সাহায্য করতে পারেন।
- ফার্মাসিস্টরা অন্যান্য পরিষেবা, যেমন টিকা/ভ্যক্সিনেশন, রক্ত পরীক্ষা এবং কর্মক্ষেত্রে অনুপস্থিতির মেডিকেল সার্টিফিকেটও দিতে পারেন।
- কিছু কিছু ফার্মাসিস্ট মূত্রনালীর জটিল সংক্রমণের চিকিৎসা এবং ছোটখাটো ক্ষতের চিকিৎসা করতেও সক্ষম।
একজন সাধারণ চিকিৎসক (জিপি) বলতে কি বুঝায়?
একজন ফার্মাসিস্ট (কখনও কখনও কেমিস্ট-ও বলা হয়) ওষুধের একজন বিশেষজ্ঞ পেশাদার। তারা ফ্রন্টলাইন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফার্মাসিস্টরা হয়তো সম্প্রদায়ে, হাসপাতালে, বৃদ্ধাশ্রমে (এইজ্ড কেয়ার ফ্যাসিলিটি), ফার্মাসিউটিক্যাল শিল্পে, শিক্ষালয়ে এবং যেসব জায়গায় ওষুধ সরবরাহ করা হয় সেখানে কর্মরত থাকতে পারে।
ফার্মাসিস্টরা আপনার প্রেসক্রিপশন পূরণ করার এবং আপনার ওষুধ সম্পর্কে পরামর্শ দেওয়ার চেয়ে আরও অনেক কিছু করার যোগ্যতা রাখে। তারা আপনাকে সাধারণ স্বাস্থ্যসেবা পরামর্শ দিতে পারে এবং আপনার স্বাস্থ্য এবং সুস্থতার প্রচারে সহায়তা করতে পারে।
ফার্মাসিস্টরা কীভাবে সাহায্য করতে পারেন?
প্রায়শই আপনার স্বাস্থ্য ব্যবস্থার সাথে যোগাযোগের প্রথম মাধ্যম হলেন আপনার ফার্মাসিস্ট। অস্ট্রেলিয়া জুড়ে হাজার হাজার কমিউনিটি ফার্মেসি রয়েছে। সময়ের সাথে সাথে, আপনার ফার্মাসিস্ট আপনাকে ভালভাবে চিনতে পারবে। আপনার ফার্মাসিস্টের সাথে ভাল যোগাযোগ আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে আপনার চিকিৎসার অবস্থা ভালভাবে নিয়ন্ত্রিত হচ্ছে।
আপনার ওষুধ যথাযথভাবে প্রেসক্রাইব করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে ফার্মাসিস্টরা জিপি (সাধারণ চিকিৎসক), বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যালাইড হেলথ পেশাদার এবং হাসপাতালের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকেন।
আপনি যদি বিদেশী কোনো ভাষায় কথা বলেন, সেক্ষেত্রে আপনার ফার্মাসিস্ট দোভাষী পরিষেবা পেতে বিনামূল্যে দোভাষী পরিষেবা ব্যবহার করতে পারেন। আপনার ফার্মাসিস্ট কয়েক মিনিটের মধ্যে টেলিফোন দোভাষীর সাথে সংযুক্ত হতে পারেন। এটি অপরিহার্য যে আপনি আপনার ফার্মাসিস্টের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম হন যাতে তাদের কাছে প্রয়োজনীয় তথ্যগুলি জমা থাকে — যেমন কোনো অ্যালার্জি বা স্বাস্থ্য সমস্যার তথ্য — যাতে আপনাকে যথাযথ পরামর্শ দেয়া যায়।
ফার্মেসিগুলি সর্বদা তাদের প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার পরিসরকে প্রসারিত করছে। তারা এখন কমিউনিটি হেলথ হাব হিসেবে প্রকাশ পাচ্ছে।
কমিউনিটি ফার্মাসিস্টরা কীভাবে সাহায্য করতে পারেন?
কমিউনিটি ফার্মাসিস্টরা আপনাকে ওষুধ বিতরণ ছাড়াও আরও অনেক পরিষেবা দিতে পারেন। তাদের দেওয়া কিছু পরিষেবার মধ্যে রয়েছে:
- টিকাদান কর্মসূচি
- কিছু স্বাস্থ্য সমস্যার পরীক্ষা
- ঘা বা ক্ষত এর চিকিৎসা
- মূত্রনালীর সংক্রমণের চিকিৎসা
- কিছু কিছু কাগজপত্রে স্বাক্ষর প্রদানের সাক্ষী থাকা
ওষুধের পরামর্শ
ফার্মাসিস্টরা যা করতে পারেন:
- প্রেসক্রিপশন ওষুধ সরবরাহ করা
- আপনার জন্য উত্তম এমন সব ওভার-দ্য-কাউন্টার (OTC) এবং জেনেরিক (নাম-বিহীন ব্র্যান্ডের ওষুধ, যেগুলি সাধারণত সস্তা) ওষুধের বিষয়ে পরামর্শ দেয়া
- কিভাবে নিরাপদে আপনার ওষুধ সেবন করবেন সে বিষয়ে আপনাকে পরামর্শ দেয়া
- আপনার জন্য একটি ওষুধের সংমিশ্রণ তৈরি করা, যদি প্রয়োজন হয়
- আপনাকে আপনার ওষুধগুলিকে আরও ভালভাবে ব্যবহার করতে সাহায্য করা, কখনও কখনও অল্প খরচের বিনিময়ে - উদাহরণস্বরূপ, একটি ব্লিস্টার প্যাক তৈরি করে দেয়া যা আপনার ওষুধগুলি সেবনের সময় এবং দিন অনুসারে সাজানো থাকে।
- একটি হোম মেডিসিন রিভিউ পরিচালনা করা
- ওষুধ বা সরবরাহ বিতরন করা
স্বাস্থ্যসেবা পরামর্শ
ফার্মাসিস্টরা জীবনযাত্রার পরামর্শ এবং সাধারণ স্বাস্থ্য তথ্যের পাশাপাশি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস এবং হাঁপানি বা এজ্মা ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য দিতে পারেন। তারা আপনাকে আপনার অবস্থা বুঝতে, আপনার উপসর্গগুলি নিরীক্ষণ করতে এবং আপনি কীভাবে বাড়িতে আপনার স্বাস্থ্য পরিচালনা করতে পারেন তা উন্নত করতে সহায়তা করতে পারে।
ফার্মাসিস্ট আপনার এলাকায় বিশেষজ্ঞ পরিষেবাগুলি অ্যাক্সেস করতে বা নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য খোঁজার বিষয়ে আপনাকে নির্দেশনা দিতে পারেন। ফার্মাসিস্ট মানসিক স্বাস্থ্য এর সহায়ক পরিষেবাও প্রদান করতে পারেন।
ক্ষতের যত্ন
ফার্মাসিস্ট আপনাকে দুর্ঘটনা, খেলার আঘাত বা অন্যান্য কারণে সৃষ্ট ছোটখাটো ক্ষত সারাতে সাহায্য করতে পারে, যার মধ্যে রয়েছে:
- ক্ষত পরিষ্কার করা
- রক্তপাত বন্ধ করা
- ক্ষত ড্রেসিং করা
- বাড়িতে আপনার ক্ষতটির যত্ন নেওয়ার জন্য কীভাবে ড্রেসিং করতে হয় এবং কম্প্রেশন পোশাক ব্যবহার করতে হয় তা আপনাকে দেখিয়ে দিতে পারেন
স্বাস্থ্য পরীক্ষা এবং ঝুঁকি মূল্যায়ন
ফার্মাসিস্টরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার স্ক্রীনিং টেস্টও করতে পারে যেমন:
- যৌনবাহিত সংক্রমণ (STIs)
- ডায়াবেটিস
- হৃদরোগ
- অন্ত্রের ক্যান্সার
- ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)
- রক্তাল্পতা বা এনেমিয়া
আপনার ফলাফলের উপর ভিত্তি করে, আপনার ফার্মাসিস্ট আপনাকে আপনার জিপির সাথে দেখা করার জন্য রেফার করতেও পারেন।
আপনার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনার অংশ হিসাবে এই ফলাফলগুলি কী বোঝায় তা বুঝতে সাহায্য করার জন্য আপনার জিপি (সাধারণ চিকিৎসক) সর্বোত্তম।
ভ্যাক্সিনেশন বা টিকাদান
কিছু রাজ্যে বিশেষভাবে প্রশিক্ষিত ফার্মাসিস্টরা টিকা দিতে পারেন, যেমন COVID-19 এবং ফ্লু (flu) টিকা সহ কিছু কিছু টিকা।
আপনার রাজ্যে ফার্মেসিগুলি কোন টিকাগুলি অফার করতে পারে সে সম্পর্কে তথ্যের জন্য, দেখুন ন্যাশনাল সেন্টার ফর ইমিউনাইজেশন রিসার্চ অ্যান্ড সার্ভেইল্যান্স (NCIRS) ওয়েবসাইট৷
মা, বাচ্চা এবং শিশুদের জন্য সহায়তা
ফার্মাসিস্টরা বাচ্চাদের সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলোর চিকিৎসায় আপনাকে সাহায্য করার জন্য পরামর্শ এবং পণ্য সরবরাহ করে, যেমন:
আপনার সন্তানের ডাক্তার দেখানোর প্রয়োজন আছে কিনা সে ব্যাপারেও তারা পরামর্শ দিতে পারে।
ফার্মাসিস্ট আপনাকে কোন ওষুধগুলি আপনার সন্তানের জন্য নিরাপদ এবং কীভাবে তাদের জন্য সঠিক ডোজ নির্ধারণ করা যায় সে সম্বন্ধে পরামর্শও দিতে পারেন । কিছু ফার্মেসি আপনার শিশুর ওজন এবং পরিমাপ করার জন্য একটি শিশু-যত্ন-পরিষেবা অফার করে। পরামর্শের জন্য সেখানে নার্স বা মিডওয়াইফও থাকতে পারে।
নিজের যত্ন এবং জীবনযাত্রার মূল্যায়ন
ফার্মাসিস্ট সুস্থতা এবং একটি স্বাস্থ্যকর জীবনধারার উপর নজর দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ, তারা BMI চেক করতে পারেন এবং আপনাকে ধূমপান ত্যাগ করতে পরামর্শ দিতে পারেন। ফার্মাসিস্টরা আপনাকে স্বাস্থ্য তথ্যের নির্ভরযোগ্য উৎস, যেমন প্রমাণ-ভিত্তিক ওয়েবসাইটগুলি দেখিয়ে দিতে পারে।
কাজে অনুপস্থিতির শংসাপত্র।
আপনার কিছু কিছু স্বাস্থ্য অবস্থার জন্য আপনি কতিপয় ফার্মেসি থেকে কাজে অনুপস্থিতির শংসাপত্র পেতে পারেন।
স্লিপ অ্যাপনিয়া (এক ধরনের ঘুমের ব্যাধি) সহায়তা
ফার্মাসিস্টরা আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকিতে আছেন কিনা তা সনাক্ত করতে সক্ষম হতে পারে। তারা আপনার বাড়িতেই ঘুমের পরীক্ষা করতে পারে এবং স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসার জন্য CPAP (অবিচ্ছিন্ন ইতিবাচক এয়ারওয়ে প্রেসার) মেশিন ব্যবহার করতে সহয়তা করতে পারে।
মূত্রনালীর সংক্রমণের (UTIs) চিকিৎসা
আপনি যদি গর্ভবতী না হন এবং আপনার বয়স 18 - 65 এর মধ্যে থাকে, তাহলে আপনি আপনার স্থানীয় ফার্মাসিস্টের কাছ থেকে জটিলতাহীন মূত্রনালীর সংক্রমণের জন্য পরামর্শ এবং চিকিৎসা নিতে পারবেন।
এটি একটি নতুন পরিষেবা যা ফার্মাসিস্টরা আপনাকে অফার করতে পারে। কিছু রাজ্য এখনও এই প্রোগ্রামের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
আপনার ফার্মাসিস্ট আপনার উপসর্গ এবং স্বাস্থ্য ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করবে। যদি তারা সিদ্ধান্ত নেয় যে আপনার চিকিৎসা দরকার, তবে তারা প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক সরবরাহ করতে পারে। প্রয়োজনে তারা আপনাকে আপনার জিপির/GP কাছে পাঠাতে পারে।
গর্ভনিরোধক
আপনি যদি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেন, আপনার ফার্মাসিস্ট ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আপনার গর্ভনিরোধক পুনরায় সরবরাহ করতে পারেন। প্রতিটি রাজ্যের নিজস্ব নীতি এবং নির্দেশিকা রয়েছে। আপনি যোগ্য হলে আপনার স্থানীয় ফার্মেসির সাথে যাচাই করুন। আপনার ফার্মাসিস্ট আপনাকে জরুরী হরমোনাল গর্ভনিরোধক সরবরাহ করতে পারে এবং এর ব্যবহার সম্পর্কে আপনাকে পরামর্শ দিতে পারে।
চলাফেরার সহায়কসমূহ (মোবিলিটি এইডস্)
অনেক কমিউনিটি ফার্মাসিস্টের কাছে এখন চলাফেরার সহায়তার জন্য নিবেদিত বিশেষজ্ঞ ক্ষেত্র রয়েছে, যদি দুর্ঘটনার কারণে বা অন্যান্য চিকিৎসার কারণে যদি আপনার চলাফেরার সহায়তার প্রয়োজন হয় তবে এটি সহায়ক হতে পারে।
সুই এবং সিরিঞ্জ পরিষেবা
আপনার ফার্মেসি আপনাকে জীবাণুমুক্ত সূঁচ এবং সিরিঞ্জ দিতে পারে। আপনি যদি মাদক (ইনজেকশন) নেন, তবে আপনি বেনামে আপনার ফার্মাসিস্টের মাধ্যমে সরঞ্জামগুলি অ্যাক্সেস করতে পারেন। এটি আপনার HIV এবং হেপাটাইটিস সি (hepatitis C) হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করবে।
অনেক ফার্মেসি আপনাকে ধারালো জিনিসপত্র নিরাপদ উপায়ে ফেলে দিতে সহায়তা করতে পারে।
টেলিহেলথ্
অনেক ফার্মেসি তাদের সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে টেলিহেলথ পরিষেবা অফার করে। আপনি যদি মফস্বল বা প্রত্যন্ত অস্ট্রেলিয়ায় থাকেন তবে এটি আপনার কমিউনিটি ফার্মাসিস্টের কাছে পৌঁছাতে আপনার সক্ষমতা বাড়াবে।
কিভাবে একজন ফার্মাসিস্ট খুঁজে পাবেন
আপনি আপনার স্থানীয় ফার্মেসি (কখনও কখনও একটি কেমিস্ট বলা হয়) অনুসন্ধান করতে হেলথ্ডিরেক্ট এর Service Finder ব্যবহার করতে পারেন।
এছাড়াও আপনি আপনার এলাকায় ফার্মেসিগুলির দ্বারা কোন পরিষেবাগুলি প্রদান করা হয় তার খোঁজ করতে দ্য ফার্মেসি গিল্ড অফ অস্ট্রেলিয়া (The Pharmacy Guild of Australia) সার্চ টুল ব্যবহার করতে পারেন৷
একটি স্বাস্থ্য পরিষেবা খুঁজুন — পরিষেবা সন্ধানকারী আপনাকে ডাক্তার, ফার্মেসি, হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা খুঁজে পেতে সাহায্য করতে পারে৷
সম্পদ এবং সহায়তা
- আরও তথ্য এবং পরামর্শের জন্য নিবন্ধিত নার্সের (ভিক্টোরিয়াতে NURSE-ON-CALL নামে পরিচিত) সাথে কথা বলতে যে কোনো সময় 1800 022 222 নম্বরে হেলথ্ডিরেক্ট-এ কল করুন।
- ফার্মেসীগুলো অফার করে এমন পরিষেবাগুলোর একটি সম্পূর্ণ তালিকা পেতে The Pharmacy Guild of Australiaভিজিট করুন ৷
- জানুন কিভাবে আপনার স্থানীয় ফার্মেসি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রনে আপনাকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আপনি কি ইংরেজি ছাড়া অন্য ভাষায় পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
NPS MedicineWise-এ সম্প্রদায়ের ভাষায় অনুবাদ করা ওষুধের তালিকা রয়েছে।
Last reviewed: June 2024